নয়াপল্টনের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহে মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ। ছবি : এনটিভি
ঢাকায় বিএনপির কার্যালয়ে পুলিশের সশস্ত্র হামলা, গুলিবর্ষণ ও হত্যা এবং কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ করেছে মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না।