ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো ডিএসসিসিতে বিক্ষোভ

ডিএসসিসির প্রধান ফটক আটকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান। ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থদিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকেরা।
আজ রোববার (১৮ মে) সকাল থেকে ডিএসসিসির প্রধান ফটক আটকে ‘ঢাকাবাসী’ ব্যানারে তারা সড়কে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের হাতে ইশরাক হোসেনের ছবি সম্বলিত বিভিন্ন প্লাকার্ডও দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, ‘আদালতের রায়ের পর ইশরাক হোসেনকে কেন শপথগ্রহণ করানো হচ্ছে না। আমরা অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেনকে নগর ভবনে দেখতে চাই। আমরা চাই অবিলম্বে তাকে শপথ পড়ানো হোক।’