পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শিক্ষকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/20/pnycgrr1.jpg)
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় যশোদা রানীর (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মোহাম্মদ রেজাউল করিম শামীম জানান, নিহত শিক্ষিকা বোদা উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ গ্রামে। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোদা রানী অতুল চন্দ্র রায় নামে একজনের মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুটকি বাড়ি বাজারের সামনে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে যশোদা রানী পাকা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষক। পরে স্থানীয়রা তাঁর মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনার ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। নিহত শিক্ষিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’