পঞ্চম দিনে খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন, বৈঠকের আহ্বান

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন পঞ্চম দিনে গড়িয়েছে। এরই মধ্যে কনকনে শীতে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত শ্রমিকরা। অনশনস্থলে তাঁদের স্যালাইন দেওয়া হচ্ছে।
এদিকে, বিষয়টি সমাধানের জন্য আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান করেছে পাট মন্ত্রণালয়। বৈঠকে যোগ দিতে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আবদুল হামিদসহ ১৫ নেতা খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। এ বৈঠকে মজুরি কমিশন বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হলে আমরণ অনশন প্রত্যাহার করা হতে পারে বলেও জানানো হয়।
এদিকে, মিলের উৎপাদন বন্ধ রেখে অনশনস্থলে পাটকলের সব শ্রমিক যাতে উপস্থিত থাকেন, সে জন্য সংগ্রাম পরিষদ থেকে দিনে দুবার হাজিরা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পাটকল শ্রমিকদের সমর্থন জানিয়ে আজ বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে। এরই মধ্যে পাটকল শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়েছে ওয়ার্কার্স পার্টি ও বাম মোর্চা। এ ছাড়া গতকাল বুধবার দুপুরে স্থানীয় কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য আকুল আবেদন জানায়।