পটিয়ায় রাস্তার পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/30/ctg-potia-thana.jpg)
চট্টগ্রামের পটিয়া থানা। ফাইল ছবি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, খবর পেয়ে মহাসড়কের পাশে ঝোঁপ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মুখটা বিকৃত হয়ে গেছে। পরনে শুধু একটি প্যান্ট আছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।