পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ফেরির ধাক্কা নিয়ে যা বলল কর্তৃপক্ষ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/31/ferry-photo.jpg)
পদ্মা সেতুর দুই ও তিন নম্বর পিলারের মাঝখান দিয়ে যাওয়ার সময় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল স্প্যানের গায়ে লেগে ভেঙে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে।
তবে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের দাবি করছেন, আজ মঙ্গলবার সকালে এ ঘটনা শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তারা জানিয়েছে, এ রকম কোনো ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম দাবি করেন, ‘আসলে ফেরিতে কোনো ধাক্কা লাগার ঘটনা ঘটেনি। যেটা আপনার শুনেছেন, সেটা চোখে দেখার ভুল হতে পারে।’
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, ‘আসলে ভাই ফেরির সঙ্গে স্প্যানের ধাক্কার ঘটনা ঘটেনি। সকালবেলা আমাদের একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মাসেতু দিয়ে যাওয়ার সময়, ফ্ল্যাগস্ট্যান্ড (মাতুয়াল) ওপরে এবং নিচে করা যায়, সেটি নিচে করা হয়েছিল। এতে পদ্মা সেতুর সঙ্গে অথবা পিলার বা স্প্যানের সঙ্গে কোনো ধাক্কা বা ঘষা লাগেনি।’