ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা ধরে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১০টা থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড়টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা আরও বলেন, মাঝ নদীতে ‘বরকত’ ও ‘কপতি’ নামের দুইটি ও পাটুরিয়া ঘাটে পাঁচটি এবং দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে আছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় আসা বেশ কিছু যানবাহন আটকে আছে। তবে এর মধ্যে বেশিরভাগই পণ্যবাহী যানবাহন। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এতে অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলেও জানান নাসির মোহাম্মদ।