পরী মণির মামলা : নাসির ও অমি সাভার থানায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/23/savar-nasir-omi.jpg)
চিত্রনায়িকা পরী মণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে পাঁচ দিনের রিমান্ডে সাভার মডেল থানায় আনা হয়েছে। আজ বুধবার রাতে আদালত থেকে প্রিজন ভ্যানে করে আসামিদের আনা হয় সাভার মডেল থানায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাদের থানার হাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।
এর আগে দুপুরে আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হলে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ জুন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও অমির নাম উল্লেখসহ আরও চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন নায়িকা পরী মণি।
পরদিন ১৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। নাসির ও অমি মাদক মামলায় রিমান্ডে যাওয়ায় সেদিন রিমান্ড শুনানি হয়নি। আজ ওই মামলার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাদের রিমান্ড শুনানি শেষে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।