পাবনায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাকালীন কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। এতে সার্বিক সহযোগিতা করছেন পাবনা জেলা যুবলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার সকালে চতুর্থ দফায় পৌর এলাকার ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক মো. আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও যুগ্ম আহ্বায়ক শেখ শাকিরুল ইসলাম রনি খাদ্য বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সহকারী মহাব্যবস্থাপক অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতীন খান, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদ হাজি শরীফ, জেলা পরিষদের সদস্য কানিজ ফাতেমা পুতুল, জেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, সদস্য শাকিল খান, আসিফ ইকবাল জনি, জেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।

জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। আর আমরা পাবনা জেলা যুবলীগ প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই, যত দিন এই জেলা যুবলীগ আপনাদের পাশে থাকবে তত দিন এই জেলার কোনো মানুষকে না খেয়ে থাকতে হবে না। কারো ঘরে খাদ্য নেই, আমাদের যে কাউকে বলবেন-পৌঁছে যাবে তার ঘরে খাদ্যসামগ্রী। জেলা যুবলীগের নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় এরইমধ্যে এক হাজার কর্মহীন পরিবারের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রথমবারের মতো আমাদের এই কাজে আর্থিক সহযোগিতা দিয়েছে দেশের সুনামধন্য শিল্পপ্রতিষ্ঠান জেলা শহর পাবনার গর্ব স্কয়ার গ্রুপ।’
কেন্দ্রীয় যুবলীগ জেলা পর্যায়ে করোনাকালীন লকডাউনে কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছরের মতো এবারও পৌর এলাকার ১৫টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে কর্মহীনদের তালিকা করে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান আলী মর্তুজা বিশ্বাস সনি।