পাবনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার সাত

পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ কথা জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন হারুন অর রশিদ (৩৫), মনিরুল ইসলাম (৩৩), মামুন বিল্লাহ (২৯), মনিরুল ইসলাম মনি (৩৪), আরমান হোসেন গুড্ডু (২৯), মোস্তাফিজুর রহমান উজ্জ্বল (২১) ও আরাফ ইসলাম অন্তর (২৮)। এরা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার বলেন, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে একটি দল উপজেলার মিরকামারী এলাকায় অভিযান চালিয়ে হারুন, মনিরুল, মামুন ও মনিরুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরমান, উজ্জ্বল ও অন্তরকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬০০ ইয়াবা, ২০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানায়, প্রেপ্তারকৃতদের মধ্যে মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে অস্ত্র মাদকসহ চারটি, আরমান হোসেন গুড্ডুর বিরুদ্ধে তিনটি মাদকসহ চারটি এবং মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে।
পুলিশ জানায়, সবার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।