পাবনায় প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত, আহত ৩

পাবনায় প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান। ছবি : এনটিভি
পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় খোকন বিশ্বাস (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ওই ভ্যানের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়। আজ রোববার সকাল ১০ টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি আখ ফার্মের কাছে পাবনা-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে। তিনি মুলাডুলি আখ ফার্মে শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ প্রাইভেটকারটি আটকের চেষ্টা করছে। নিহত ভ্যানযাত্রীর পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হচ্ছে।