ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত সেনা সদস্য

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিন মাহমুদ ওরফে সাকিব সরদার (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রহিম মোল্যা (২৫) নামে এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার (১৮ মে) মধ্যরাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব সরদার সদর উপজেলার খানারপাড় গ্রামের হান্নান সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স শেষ করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রোববার রাতে সাকিব শহর থেকে তার সেনাসদস্য বন্ধু রহিম মোল্যার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোনাগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে সাকিবের ডান হাত ও দুই পা ভেঙে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন সেনা সদস্য রহিম মোল্যা। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সাকিবের মরদেহ হস্তান্তর করা হয়।