পাবনায় রনি শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় রনি শেখ হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ বুধবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের রাধানগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাবেক কাউন্সিলর মাজিদুল ইসলাম কালু, নিহতের মা জাহানারা পারভীন, বড় ভাই জাহিদ হাসান রানাসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা রনিকে নৃশংসভাবে হত্যা করেছে।
এ সময় রনি হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতা ও এর আশ্রয়দাতাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ২০ মে বৃহস্পতিবার বিকেলে শহরের রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে রনি শেখকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলার পর পুলিশ প্রধান আসামি মিরাজুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।