পিঠার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নড়াইলের কালিয়া উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রউফ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। পিঠার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে ওঠে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট দুপুরে শিশুটি তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিল। এ সময় তার প্রতিবেশী দাদা রউফ মোল্লা পিঠা খাওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। সেইসঙ্গে হুমকি দেন কাউকে জানালে প্রাণে মেরে ফেলার। পরে সেখান থেকে বাড়ি ফিরলেও কাউকে কিছু বলে না। কিন্তু শিশুটি অসুস্থ হলে বাবা-মায়ের কাছে জানায়। পরে চিকিৎসার জন্য শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতিতে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে স্বজনরা শিশুটির কাছে বিষয়টি জানার চেষ্টা করে। ভয়ে শিশুটি কিছু বলতে চায় না। এর কিছুদিন পর সামান্য সুস্থ হলে রউফ মোল্যার নাম জানায় শিশুটি।
এদিকে প্রভাবশালী রউফ মোল্লার পরিবারের লোকজনের মামলা না করতে বাধাদানসহ নানা হুমকি, ভয়ভীতি দেখায়। কিন্তু সন্তানের উপর ঘটে যাওয়া পৈশাচিকতার বিচার দাবিতে গত মঙ্গলবার রাতে স্বজনরা থানায় রউফ মোল্লার নামে অভিযোগ করেন। পরে পুলিশ আজ সকালে অভিযুক্ত ওই বৃদ্ধকে আটক করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।