পি কে হালদারের মামাতো ভাই শঙ্খ বেপারি রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/11/19/pk_photo.jpg)
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের মামাতো ভাই শঙ্খ বেপারিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন আসামি শঙ্খ বেপারিকে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এ দিকে গত বছরের ২৯ ডিসেম্বর পি কে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত বছরের ২ ডিসেম্বর পি কে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন একই আদালত।
পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে গত বছরের শুরুতেই পি কে হালদার বিদেশে পালান। গত বছরের ৮ জানুয়ারি ২৭১ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দেড় হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে পি কে হালদারের বিরুদ্ধে গত বছরের ৮ জানুয়ারি মামলা করেন। এই মামলাটি তদন্ত করছেন উপপরিচালক মো. সালাহউদ্দিন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে পি কে হালদারের বিরুদ্ধে বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।