পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে গণপিটুনিতে যুবক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/23/jessore-hos.jpg)
যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় গণপিটুনিতে রবিউল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
নিহত রবিউল ইসলাম যশোর শহরের পালবাড়ি পাওয়ার হাউজ মোড় এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মালেক মোল্লাসহ চারজন ইজিবাইক কিনতে যশোর এসেছিলেন। ইজিবাইক কেনার পর বিকেলের দিকে তারা নতুন ইজিবাইক চালিয়ে এলাকায় ফিরছিলেন। পথে সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায় পৌঁছালে রবিউল ইসলাম তাদের গতিরোধ করে এবং নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। এ সময় তারা তাকে ৫০০ টাকা দিলে তা ফেলে দিয়ে আরও বেশি টাকা দাবি করেন। এরপর তিনি ইজিবাইকে উঠে হুমকি ধামকি শুরু করলে মালেক মোল্লা চিৎকার দেন। এ সময় স্থানীয়রা সেখানে গিয়ে রবিউলকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ রবিউলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। রবিউলের হৃদরোগ ছিল বলেও জানান ওসি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন সরকার বলেন, ‘বিকেল সোয়া ৪টার দিকে রবিউল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে তিনি মারা যান।’
মারা যাওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণকিভাবে কিছু বলতে রাজি হননি ওই চিকিৎসক।