‘প্রভাবশালী কিছু নেতার ইন্ধনে কক্সবাজারের পৌর মেয়রের বিরুদ্ধে মামলা’

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতার ইন্ধনে কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।’
মাহবুবুর রহমান আরও বলেন, ‘প্রভাবশালী এই নেতারা জেলা আওয়ামী লীগের পদপদবি পেতে চায়। তারা কুচক্রী মহল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
আজ সোমবার দুপুরে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র এ কথা বলেন।
মাহবুবুর রহমান জানান, ‘কক্সবাজারের জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন সুষ্ঠু তদন্ত করে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে। এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশ্বাস দিয়েছেন।’
প্যানেল মেয়র আরও জানান, প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি বিকেল ৩টা থেকে প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় করা মামলা প্রত্যাহারের দাবিতে পৌরসভায় আজ সোমবার সকাল থেকে পৌরসভায় কর্মবিরতি শুরু করে কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভায় এলেও কাজে যোগ দেয়নি কেউ। তারা পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে।
পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান জানিয়েছেন, থানায় করা মামলা প্রত্যাহার না হলে এই কর্মবিরতি চলমান রাখা হবে। এছাড়া পৌরসভার সচিব রাসেল উদ্দিন জানিয়েছেন, পৌর মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেবে না।
এদিকে পৌর কর্মীদের কর্মবিরতির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে বিপাকে পড়ে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয় যায়।
গতকাল রোববার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় সাবেক ছাত্রলীগ নেতা মুনাফ সিকদারকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রেকর্ড করা হয়। এ মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৫ জনকে আসামি করা হয়। মামলার খবর প্রকাশ হয়ে পড়লে গতকাল সন্ধ্যার পর কক্সবাজার শহরে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধের ডাক দেয় দলীয় নেতাকর্মী ও মেয়রের সমর্থকরা। এছাড়াও কক্সবাজার শহরের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। এতে করে পুরো কক্সবাজার শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকামুখী যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে প্রশাসনের অনুরোধে শহরের প্রধান সড়ক ও কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ সোমবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকসহ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় করা মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়।
গত ২৭ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি মুনাফ সিকদারকে শহরের সুগন্ধা পয়েন্টে গুলি করে একদল দুর্বৃত্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় করা মামলায় পৌর মেয়র মুজিবুর রহমানকে আসামি করে থানায় মামলা করে মুনাফ সিকদারের বড় ভাই মোহাম্মদ শাহজাহান।