প্রাণিসম্পদের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রহমান আর নেই

বাংলাদেশ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আবদুর রহমান আর নেই। তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।
বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে গতকাল বুধবার বাদ জোহর মরহুমের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
ডা. আবদুর রহমান চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, এনটিভির প্রতিনিধি এম. আর. মুর্তজার বাবা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি সাদা মনের মানুষ নির্বাচিত হন।
আবদুর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর প্রেসক্লাব, জেলা সাংবাদিক কল্যাণ সমিতি, মৈত্রী মিডিয়া সেন্টারের নেতারাসহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।