প্রেমিকার চোখ ফাঁকি দিয়ে অন্য মেয়েকে বিয়ে, প্রেমিক গ্রেপ্তার

এক কলেজছাত্রীর সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক আশরাফুল ইসলাম নামের এক যুবকের। এরপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রেমিকার চোখ ফাঁকি দিয়ে গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করে বাড়ি আনেন আশরাফুল।
এদিকে, মেয়েটি প্রেমিক আশরাফুলের বাড়ি গিয়ে এর সমাধান না পেয়ে গতকাল সোমবার বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দেন। পরে পুলিশ আশরাফুলের নতুন বিয়ে করে আনা বউয়ের সামনে থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আশরাফুল উপজেলার জামিরদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বাদী কলেজছাত্রী জানান, আশরাফুল একই এলাকায় মামার বাড়িতে থেকে স্থানীয় একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন। কলেজে যাওয়া আসার সময় রাস্তায় আশরাফুলের সঙ্গে মেয়েটির কথাবার্তার একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে সেই সম্পর্ক। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন আশরাফুল। কিছুদিন পর প্রেমিক আশরাফুলকে বিয়ের চাপ দেন ওই কলেজছাত্রী। কিন্তু নানা অজুহাতে কালক্ষেপন করেন আশরাফুল। গত শনিবার গোপনে পার্শ্ববর্তী উপজেলা থেকে বিয়ে করে বৌ নিয়ে বাড়ি আসেন। খবর পেয়ে ওই কলেজছাত্রী আশরাফুলের বাড়িতে যান। এ সময় মেয়েটিকে নানা ধরনের হুমকি দেন আশরাফুল।
পরে ভালুকা মডেল থানায় এসে বাদী হয়ে মামলা করেন। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিত মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।