অজ্ঞান পার্টির খপ্পরে অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যের মৃত্যু

কুষ্টিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবুল কালাম আজাদ (৬০) নামের বিমানবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুরে তার নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। তিনি সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ মে) যশোর থেকে ‘গড়াই পরিবহণ’ বাসে নিজ বাড়িতে আসার উদ্দেশে রওনা হয়েছিলেন আবুল কালাম আজাদ। ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা পানের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে খাওয়ায়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।