ফুফার কাছে ধর্ষণের শিকার কিশোরী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুফার কাছে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় গ্রেপ্তারের পর আজ শনিবার বিকেলে স্বামী-স্ত্রীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খাঁনপুর গ্রামের আজির উদ্দিন (৩৫) ও তাঁর স্ত্রী নাজমা বেগম (২৮)।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মামলার বরাত দিয়ে জানান, আজির উদ্দিন প্রায় ৯ বছর আগে বিয়ে করেন নাজমা বেগমকে। বিয়ের পর শ্বশুরবাড়িতেই তারা থাকেন। প্রায় তিন মাস আগে নাজমা বেগম তাঁর চাচাতো ভাইয়ের মেয়েকে টেইলারিংয়ের কাজ শেখানোর প্রলোভন দেন। এতে সম্মতি দেন কিশোরীর মা। গত ১১ অক্টোবর থেকে ওই তরুণী তার ফুফু নাজমার বাড়িতে যায় টেইলারিংয়ের কাজ শিখতে। প্রতিদিনের মতো গত বুধবারও কাজ শিখতে যায় ওই কিশোরী। ওই দিন সন্ধ্যায় নাজমার সহায়তায় তাঁর স্বামী আজির উদ্দিন ওই তরুণীকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। প্রতিদিনের মতো মেয়ে বাড়িতে না ফেরায় অপেক্ষা করে মেয়েকে আনতে নাজমার বাড়িতে যান ওই তরুণীর মা। তখন নাজমা ও তাঁর স্বামী কিশোরীর মাকে ঘরে ঢুকতে বাধা দেন। তারা কিশোরীকে আটকে রাখেন। এক পর্যায়ে গ্রামের মুরুব্বিদের জানিয়ে কয়েকজন লোক নিয়ে মেয়েকে উদ্ধার করেন।
ওসি জানান, এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে আজির উদ্দিন ও তাঁর স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে। আজ শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।