ফেনী হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সেন্টারটি উদ্বোধন করেন।
১০ শয্যার এ ই্উনিটে প্রাথমিকভাবে চারজন রোগীকে প্রতিদিন কিডনি ডায়ালাইসিস করা সম্ভব হবে। জনবল বাড়ানের পর ১০ শয্যায় রোগীদের সেবা দেওয়া যাবে। ডায়ালাইসিসে রোগীকে প্রতিবারে ৫০০ টাকা সরকারি ফি দিতে হবে। প্রতিবার ডায়ালাইসিসে ৭০০ টাকা করে সরকার ভর্তুকি দিচ্ছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
মুজিববর্ষ উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বাড়ানোর সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে এ সেন্টার চালু করা হলো।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। ফেনীর বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. বিমল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ জামান, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের সুপারেনটেন্ডন্ট ডা. কামরুজ্জামান।