ফের তলিয়ে গেছে সিলেট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/07/11/se.jpg)
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর বিস্তীর্ণ এলাকা ফের তলিয়ে গেছে। সুরমা, কুশিয়ারাসহ সিলেটের নদ-নদীর পানি বাড়তির দিকে। এরই মধ্যে সিলেট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়ছে।
পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ জানিয়েছে, সিলেটের কানাইঘাটে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় সুরমা নদী বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং জৈন্তাপুরে সারি নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গোয়াইনঘাটে পিয়াইন ও কোম্পানীগঞ্জে ধলাই নদীর পানিও নদীর তীর উপচে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এই অবস্থায় সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এর আগে জুন মাসের মাঝামাঝি সময়ে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। এতে ওই সব উপজেলার কৃষি খামারের ব্যাপক ক্ষতি হয়।