ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ইমরানুল হক, সম্পাদক ইলিয়াস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/17/florida.jpg)
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা স্টেট বিএনপির সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরানুল হক চাকলাদার। এই কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস খান। দীর্ঘ ১৭ বছর পর গত রোববার (১২ মার্চ) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্লোরিডা স্টেট বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। শেলটার্স আটালার ট্রেট উইন্ডস পার্কে বিএনপির হাজারও নেতাকর্মীর এই সম্মেলনে যোগ দেন। এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
ফ্লোরিডা শাখা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস খানের সঞ্চালনায় লতিফুর রহমান শরীফের কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে বাংলাদেশের পতাকা এবং দলীয় ও যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়ে।
পরে আনোয়ার হোসেন খোকন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফ্লোরিডা স্টেট বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দিনাজ খান, নির্বাচন কমিশনার ও সাবেক স্টেট সভাপতি আব্দুর রশিদ খান হারুন, নির্বাচন কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ।
নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে দিনাজ খান ফ্লোরিডা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন।
প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটাভুটিতে অন্যান্য পদে রফিকুল হক সিনিয়র সহ-সভাপতি, শহীদ খান ফিরোজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. মহসিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।