বগুড়ায় করোনায় ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ১৯৪ জনের

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল। ফাইল ছবি
বগুড়ায় কঠোর বিধিনিষেধ চললেও করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬০০ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯৪ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় জেলায় পাঁচ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, জেলায় এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে মোট ৪১৯ জনের।
এদিকে, কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে শহরের বেশিরভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ থাকলেও রিকশা, ভ্যান ও অটোরিকশার চলাচল বেড়েছে। এ ছাড়া শহরে জনসমাগম গত তিন দিনের চেয়ে আজ বেশি লক্ষ্য করা গেছে।