বন্যপ্রাণী রক্ষার দাবিতে মানববন্ধন
সুন্দরবনসহ সব বনাঞ্চলের প্রাণী রক্ষার দাবিতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবেশবাদীদের সঙ্গে সুন্দরবনের ওপর নির্ভরশীল শতাধিক জেলে, বাওয়ালী, মাওয়ালী ও বনজীবীরা অংশগ্রহণ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাট জেলার আহ্বায়ক মো. নূর আলম শেখ।
‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে বক্তারা বলেন, বন্যপ্রাণী পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণী হত্যাকে বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচনায় আনতে হবে। তাঁদের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাপা নেতা পশুর রিভার ওয়াটার কিপার স্বেচ্ছাসেবক ইস্রাফিল বয়াতি, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের স্টিফেন হালদার, শেখর রায়, বাপানেত্রী মীরা বিশ্বাস ও তরুণ মণ্ডল।