গোপালগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী আম্বিয়া খাতুন, খাদিজা বেগম, কাজলী বেগম ও রেহানা বেগম বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, জমিজমা বিরোধের জের ধরে শুক্রবার ভোরে মেরী গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের শাহিন মোল্লার পরিত্যক্ত ও পুরান বাড়ির তালাবদ্ধ ঘরে রহস্যজনক আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৪ মে) সেলিম হোসেন শাহিন মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ফুলমিয়া মোল্লাসহ ১২ জনকে আসামি করে একটি মামলা করে। পরে প্রতিপক্ষ ফুলমিয়া মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘর পোড়ানোর মামলার আসামি মোহাম্মদ আলীর আপন বোন আম্বিয়া বেগম জানান, তিন বছর আগে উত্তরপাড়ার সেলিম হোসেন শাহিন মোল্লা উত্তর পাড়ার ১৬ কাঠার একটি দামি জমির মালিকানা দাবি করে একই গ্রামের বকুল মিয়ার কাছে বিক্রি করতে যান। কিন্তু ওই জমিতে আমার পূর্বপুরুষদের নাম থাকায় ক্রেতা ওই জমিটি কিনতে রাজি হননি। বিষয়টি ফাঁস হয়ে গেলে আমরা সংশ্লিষ্ট তফশীল অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র উঠাই। তখন শফিউদ্দিন মোল্লা গংদের নামে ১৬ কাঠাসহ প্রায় আড়াই বিঘা সম্পত্তির সন্ধান পাওয়া যায়। বিষয়টি সেলিম হোসেন শাহিনদের জানালে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ বিষয়টি নিয়ে আমরা গ্রামবাসীদের জানাই। কিন্তু শাহিন মোল্লা জমির মালিকানার কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। বরং শাহিন মোল্লা গংরা আমাদের জমি ফেরত না দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। এমনকি একের পর এক মিথ্যা মামলা দিয়ে ঘায়েল করার চেষ্টা করে। কিন্তু সর্বশেষ গত শনিবার ভোরে সেলিম হোসেন শাহিন তার মেরী গোপীনাথপুর উত্তর পাড়ার পুরান বাড়ির একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে ভষ্মীভূত করে। পরে আমার ভাই মোহাম্মদ আলী সহ ১২ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা এর প্রতিকার চাই।
মানববন্ধনে অংশ নেওয়া খাদিজা বেগম জানান, গ্রেপ্তার ফুলমিয়া মোল্লা অগ্নিকাণ্ডের সময় মেরী গোপীনাথপুর উত্তর পাড়ার সোলেমান মোল্লার বাড়ির সংলগ্ন পাঞ্জেগানা মসজিদে নামাজ আদায় করছিলেন। আগুনের খবর পেয়ে ফুলমিয়াসহ সবাই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সাহায্য করেছিলেন। অথচ এই জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে আসামি দিয়ে ঘুমন্ত মানুষকে গ্রেপ্তার করানো হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।