বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

ছাত্রলীগের লোগো। ছবি : সংগৃহীত
বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রইজ আহম্মেদ মান্নাকে আহ্বায়ক করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাইনুল হাসান ও আরিফুর রহমান শাকিলকে।
৩২ সদস্যের সদস্যের মধ্যে রয়েছেন—ফয়সাল বারী নয়ন, কিসমত শাহরিয়ার হাসান, হাছিবুর রহমান রাজন, মাহাবুব হাসান অমিত, ইয়াছির আরাফাত, সাইফুল ইসলাম পারভেজ, আফজাল হোসেন পারভেজ, রাশেদুল ইসলাম আকাশ, আকাশ শিকদার, রোমান হাওলাদার, সিরাজুল ইসলাম রাকিব ও আরিফুর রহমান অনিক প্রমুখ।
আগামী তিন মাস এই কমিটি কার্যকর থাকবে বলে জানা গেছে।