বাংলাদেশে মাদক চোরাচালান বন্ধে কাজ করছে ত্রিপুরা সরকার

ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশ অংশে মাদক চোরাচালান বন্ধে তার সরকার কাজ করছে।
আজ শুক্রবার দুপুরে সস্ত্রীক রাজশাহীতে বাংলাদেশ-ভারত যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রামপ্রসাদ পাল একথা বলেন।
ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান চলছে। তাই এটা বন্ধ করতে আমাদের সমস্যা হচ্ছে। কারণ সরকার একা মাদক বন্ধ করতে পারে না, যদি জনগণ সহযোগিতা না করে।
রামপ্রসাদ পাল আরও বলেন, ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে বাংলাদেশে কোন প্রকার মাদক চোরাচালান যেন প্রবেশ করতে না পারে, সেজন্য তার সরকার কাজ করছে। ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে গাঁজা চাষ বন্ধে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।
ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে এলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। এ সময় ত্রিপুরাস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, ত্রিপুরার স্থলবন্দর কর্মকর্তা নন্দীবাবু, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ, আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।