বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/03/mongla.jpg)
বাগেরহাটের রামপাল উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া সেই দুই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। তাদের জন্য করা হয়েছে প্রয়োজনীয় সব শিক্ষা উপকরণের ব্যবস্থা। আজ রোববার এ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের হাতে তুলে দেওয়া হয়েছে সেসব উপকরণ।
গত শুক্রবার দুপুরে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলার পেড়িখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জিগিরমোল্লা ও সিংগড়বুনিয়া গ্রামের দুইটি বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন দেন ইউএনও মো. কবীর হোসেন।
সেই দুই শিক্ষার্থীর মধ্যে আজ বিকেলে একজনের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ। এ সময় ওই শিক্ষার্থীর অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অপর শিক্ষার্থী খারাপ আবহাওয়ার কারণে আসতে পারেনি।
ইউএনও মো. কবীর হোসেন বলেন, ‘বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া ওই শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব এখন আমাদের। এ ছাড়াও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।’
এদিকে ইউএনওর এমন উদ্যোগে তাকে সাধুবাদ জানিয়েছে জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।