বিকাশ-ফেসবুকের মাধ্যমে প্রতারণা, আটক ৩

বিকাশ এবং ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে যশোর থেকে তিনজনকে আটক করেছে র্যাব-৬ খুলনার একটি বিশেষ টিম। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওসনুল ফিরোজ।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা রওসনুল ফিরোজ জানান, র্যাবের বিশেষ টিম ফাঁদ পেতে যশোরের শার্শা উপজেলার গোগা এলাকা থেকে শাহরিয়ার আজম নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর কথা অনুযায়ী মুশফেকুর রহমান ও আহসান কবীর রনিকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল সেট, আটটি সিম কার্ড, পিসি, মনিটরসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা বিকাশ ও ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার আড়াই হাজার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ১৪ লাখ টাকা আত্মসাত করে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় র্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব কর্মকর্তা।