বিজয়কেতন স্মরণিকার মোড়ক উন্মোচন
নেত্রকোনা জেলা পুলিশ মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়কেতন’ নামে একটি স্মরণিকা প্রকাশ করেছে। নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শুক্রবার দুপুরে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
স্মরণিকার মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
স্মরণিকায় স্থান পেয়েছে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, মুক্তিযুদ্ধের ওপর শিশু-কিশোর, নেত্রকোনা জেলার বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের লেখা প্রবন্ধ, কবিতা ও ছোট গল্প।