বিদেশি বন্ধু সেজে পার্সেল প্রতারণা, ৩ জন রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি বন্ধু সেজে পার্সেল প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতারক চক্রের চার সদস্যকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এই আদেশ দেন।
রিমান্ডের আসামিরা হলেন—মো. রাজু আহম্মেদ, হাসান, মো. মোতালেব ও মো. সোহাগ।
আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী প্রত্যেকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (জিআরও) নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ২৭ ডিসেম্বর আসামিরা বাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিতা ব্রাউন (Rita Brown) নামে এক আইডি থেকে নিজেদের আমেরিকার সৈনিক পরিচয় দেয়। তারা শান্তি মিশনে ইয়েমেনের রাজধানী সানা অবস্থান করার সময় কিছু টাকা পায়। সেসব টাকা থেকে কিছু টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা জানায়। একপর্যায়ে ২০ লাখ ডলারের একটি পার্সেল পাঠানোর কথা বলে সেই পার্সেলের চার্জ হিসেবে বিভিন্ন সময়ে সাত লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় গত ২৮ মার্চ ভুক্তভোগী মামুনুর রশিদের কর্মচারী মোজাম্মেল হক বাদী হয়ে রমনা মডেল থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ এনে মামলা করেন।