আদালত প্রাঙ্গণে স্বামীকে জুতাপেটা দুই স্ত্রীর

ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এক ব্যক্তিকে দুই স্ত্রী মিলে জুতাপেটা করেছেন। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মার খাওয়া স্বামীর বিরুদ্ধে আদালতে প্রথম স্ত্রী যৌতুকের মামলা করেন। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মামলা চলাকালে দ্বিতীয় স্ত্রীকেও তালাক দেন। এই তালাকের ঘটনা জানার পর দ্বিতীয় স্ত্রী আদালতে আসেন। আদালত প্রাঙ্গণে স্বামীকে দেখে দুই স্ত্রী মিলে জুতা দিয়ে পেটাতে থাকেন। উপস্থিত মানুষ এ সময় তাঁদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে তাঁরা স্বামীকে মারতে মারতে মাটিতে ফেলে দেন। এরপর উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার সময় উপস্থিত ইয়াসিন নামের এক ব্যক্তি এনটিভি অনলাইনকে বলেন, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গিয়ে দেখি দুই নারী এক ব্যক্তিকে জুতা দিয়ে মারছেন। এ সময় এগিয়ে গিয়ে জানতে পারি তাঁরা স্বামী-স্ত্রী। প্রথম স্ত্রীর করা যৌতুকের মামলায় আজ হাজিরা দিতে এসেছিলেন স্বামী। মামলা চলাকালে তিনি দ্বিতীয় স্ত্রীকেও তালাক দিয়ে অন্যত্র চলে যান। আজ হাজিরার বিষয়টি প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে জানালে তাঁরা আদালত এলাকায় এসে স্বামীকে দেখতে পেয়েই মারধর শুরু করেন।