বিপদে পরী মণির পাশে থাকার ঘোষণা মুক্তিযুদ্ধ মঞ্চের

চিত্রনায়িকা পরী মণির মুক্তিতে আদালতকে ধন্যবাদ জানিয়ে আগামীতে যে কোনো বিপদে তাঁর পাশে থাকার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চে। মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন আজ বৃহস্পতিবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ মুক্তির দাবি জানিয়ে একটি পোস্ট দেন।
আ. ক. ম. জামাল উদ্দীন তাঁর ফেসবুক পোস্টে লিখেন, পরী মণির মুক্তিতে আদালতকে ধন্যবাদ জানাই। আগামীতে যে কোনো বিপদে পরীর পাশে থাকবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
এর আগে গত ১০ আগস্ট চিত্রনায়িকা পরী মণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পীর মুক্তির দাবি জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ। আ. ক. ম. জামাল উদ্দীন তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘চিত্রনায়িকা পরী মণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পী কলাকৌশলীর অবিলম্বে মুক্তি দিন। Stand for PoriMoni.’ এর পর গত ৩১ আগস্ট আদালত পরী মণিকে জামিন দেন। পরদিন ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান পরী মণি।
পরী মণির পাশে দাঁড়ানোর ফেসবুক পোস্টের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা সেই ঢাকা বোট ক্লাব থেকে শুরু করে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছি। পরী মণির বাসায় র্যাবের অভিযান, সব কিছু বিশেষ সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করছি। আমরাই একমাত্র প্রথম পরী মণির মুক্তি চেয়েছি।’
অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন আরো বলেন, ‘তারা নাচ-গান করেন। যারা থাকেন সেখানে, তারা খুশি হয়ে তাদের উপহার দেন। এটা তো অপরাধ নয়। সরকার তো কোথাও বলে নাই, নাচ-গান করা যাবে না। আইন বা সরকার তাদের অনুমতি দিয়েছে, নিষেধ করে নাই। কিন্তু আপনি তাদের আটক করছেন কেন? যারা সেখানে যাচ্ছেন, তাদের ধরছেন না। তারা কিভাবে টাকা কামালো সেটা দেখছেন না, তাদের টাকার হিসাব নিচ্ছেন না কেন? পরী মণিসহ যারা আটক আছে, তাদের বাসায় কোন এমপি-মন্ত্রীরা যেত, কোন আমলারা যেত, কোন ব্যাংকের এমডি-মালিক যেত পত্রিকায় তাদের নাম এসেছে, তাদের খবর নেন। তাদের আটক করুন।’
ঢাকা বোট ক্লাবের ঘটনা উল্লেখ করে অধ্যাপক জামাল উদ্দীন বলেন, ‘সেদিন সে (পরী মণি) সুস্থ ঢুকল, কিন্তু অসুস্থ হয়ে বের হলো। কী হয়েছে তাঁর সঙ্গে তার কিছু ভিডিও প্রকাশ হলো। পুলিশ প্রথমে মামলা নিল না। তার পর মেয়েটা সংবাদ সম্মেলন করে সে কি কান্না! এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে?’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন, ২০৪১ সালে উন্নত বিশ্বে যাবে বাংলাদেশ। তার মানে, ইউরোপ আমেরিকার মতো হবে। তাই সেখানকার শিল্পীদের জীবনযাত্রা কেমন এখন থেকেই তা অনুশীলন করা দরকার’ বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তিনি বলেন, ‘আমরা পরী মণিসহ সব শিল্পীরা যেন তাদের প্রতিভা ফুটিয়ে তুলতে পারে, তাই তাদের প্রতি যেন কোনো অন্যায় না করা হয় সে জন্য আমরা একাডেমিকভাবে একটি প্রপোজাল তৈরি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দিব।’
গত ৪ আগস্ট রাতে রাজধানী বনানীর বাসা থেকে পরী মণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র্যাব। এ সময় পরী মণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও দীপুর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র্যাব। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরী মণিকে পুনরায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। পরে গত ১৯ আগস্ট এ মামলায় তৃতীয় দফায় পরী মণিকে আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। শেষ দফা রিমান্ড মঞ্জুর করা দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে ব্যাখ্যা প্রদান করতে বলেছেন হাইকোর্ট।
গত ২১ আগস্ট শনিবার পরী মণিকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটট আশেক ইমাম।