বিমান বাহিনী প্রধানের এয়ার চিফ মার্শাল র্যাংক পরিধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের পদমর্যাদা এয়ার মার্শাল থেকে এয়ার চিফ মার্শাল পদে উন্নীত করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বাসসকে বলেন, র্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীর প্রধানকে দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করেন এবং বিমান বাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী এ সময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন।
এর আগে, গত ১২ জুন বিকেলে শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র্যাংক ব্যাজ পরিধান শেষে শেখ আব্দুল হান্নান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণ শেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।