বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানের হালিশহর কার্যালয়ের অডিটরিয়ামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
সিটি মেয়র বলেন, ‘সরকারের সহায়ক শক্তি হিসেবে মা ও শিশুস্বাস্থ্য সেবায় এবং আর্থ-সামাজিক উন্নয়নে মমতা যেভাবে কাজ করছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব কাজে সহায়তার প্রয়োজন হলে অবশ্যই আমরা তা করব।’
মমতার কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ, সাবেক সাংসদ সাবিহা মুসা, মমতার উপপ্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী আশফাক আহমেদ, মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক তৌহিদ আহমেদসহ মমতার কর্মকর্তারা।
অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, অসচ্ছল উদ্যোক্তা নারীদের মধ্যে সেলাই মেশিন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া উদ্যোক্তা উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মমতা কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।