বোমা তৈরির সরঞ্জামসহ ২ ‘নব্য জেএমবি সদস্য’ আটক

খুলনায় গতকাল শুক্রবার রাতে বিপুল বোমা তৈরির সরঞ্জামসহ আটক দুই যুবক। ছবি : এনটিভি
বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নুর মোহাম্মদ অনিক (২৪) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)। তাঁরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং নব্য জামা’য়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছেন। যাচাইয়ের মাধ্যমে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি পুলিশের একটি বিশেষ টিম তাদের আটক করে।