ব্যবসায়ীর এক কোটি ১১ লাখ টাকা ‘আত্মসাৎ’, দুই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহে শাহ মো. তোফাজ্জল হোসেন নামের এক ব্যবসায়ীর এক কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী শাহ তোফাজ্জল হোসেন বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় আজ শনিবার দুপুরে মামলা দায়ের করেছেন।
তোফাজ্জল হোসেন ময়নসিংহের লাকি স্টোরের মালিক ও বাংলালিংক ময়মনসিংহ শাখার পরিবেশক। অভিযুক্ত দুই কর্মচারী হলেন নগরীর মালগুদাম এলাকার আনোয়ার মাসুদ রুবেল (৩১) ও সেহড়া ডিবি রোডের বাসিন্দা জাকির হোসেন (৩২)। তাঁরা পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আনোয়ার মাসুদ রুবেলকে দুই বছর আগে হিসাব শাখার ইনচার্জ হিসেবে নিয়োগ দেন লাকি স্টোরের মালিক তোফাজ্জল। এ ছাড়া জাকির হোসেনকে ১০ বছর আগে ক্যাশিয়ার কাম স্টোর ইনচার্জ পদে চাকরি দেন তিনি। বিভিন্ন হিসাব-নিকাশসহ লাকি স্টোরের টাকা পয়সার হিসাব পরিচালনা ও ব্যাংকের আর্থিক লেনদেন করে আসছিলেন তাঁরা। বর্তমান করোনা পরিস্থিতির কারণে তোফাজ্জল হোসেন তাঁর মালিকানাধীন ৩৯ ছোট বাজারস্থ তোফাজ্জল শাহ টাওয়ারে না গিয়ে বাসায় বসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর সুযোগ নিয়ে রুবেল ও জাকির পরস্পর যোগসাজশে সুযোগ নিয়ে এবং করোনা পরিস্থিতিকে ব্যবহার করে কৌশলে এক কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামিদের গ্রেপ্তার করার কার্যক্রম চলছে।