ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, ট্রেন থেকে ছিটকে পড়েন নারী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/25/bhairob_0.jpg)
কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিতেই সন্তান রেখে ট্রেন থেকে ছিটকে পড়েন সাবিনা ইয়াসমিন নামের এক নারী। এতে মারাত্মক আহত হন তিনি। গতকাল বুধবার রাতে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন নয়জনকে আটক করেছে পুলিশ।
আহত সাবিনা ইয়াসমিন (৪০) টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চরনারায়ণপুর গ্রামের মহব্বত আলীর মেয়ে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহাম্মদ বিশ্বাস জানান, সাবিনা ইয়াসমিন আখাউড়া স্টেশন থেকে তাঁর ছেলেকে নিয়ে ঢাকার আসার জন্য মহানগর গোধূলী ট্রেনে উঠেন। ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে ধীরগতিতে চলা শুরু করে। এ সময় দুই দরজার মাঝখানে দাঁড়িয়ে ছিলেন সাবিনা ও তাঁর ছেলে। ঠিক সেই মুহূর্তে ভ্যানিটিব্যাগ ধরে এক ছিনতাইকারি টান দিতেই সাবিনা ট্রেন থেকে ছিটকে রেল লাইনের পাশে পড়ে যান। এ সময় তাঁর শিশু সন্তান মেরাজ ট্রেনের ভেতরেই থেকে যায়।
পরে যাত্রীদের সহযোগিতায় বিমানবন্দর রেলওয়ে থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। খবর পেয়ে সাবিনার স্বজনরা এসে সেখান থেকে শিশু মেরাজকে নিয়ে যান।
এদিকে, এ ঘটনায় আহত সাবিনা ইয়াসমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ উন্নত চিকিৎসার জন্য সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।