ব্রাহ্মণবাড়িয়ায় করোনা মোকাবিলায় আওয়ামী লীগের মাস্ক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বুধবার মাস্ক বিতরণ করা হয়। ছবি : এনটিভি
চলমান করোনা সংকট মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে মাস্ক বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে মাস্ক গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ কার্যকরী কমিটির নেতারা।
পরে জেলা আওয়ামী লীগ নেতারা শহরের কুমারশীল মোড়, টিএ রোড, কোর্ট রোড, মসজিদ রোডসহ বিভিন্ন পয়েন্টে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।