ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, নৌকায় লাঠি নিয়ে মহড়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/22/sarail-clash-pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। গত শুক্রবার বিকেল থেকে খেলা চলতে চলতে সন্ধ্যা পেরিয়ে যায়।
এ সময় দুই গ্রামের মধ্যে খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে সমাধানও হয়। শুক্রবার রাত পেরিয়ে সকাল হয়। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ফতেপুর গ্রামের মানুষের মধ্যে রটে যায়, পরমানন্দপুরের লোকজন বিলের মধ্যে দিয়ে নৌকায় করে মারামারি করতে আসছে।
এ খবর শুনে ফতেপুরের লোকজনও ক্ষিপ্ত হয়ে ওঠে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই গ্রামের লোকজন নৌকায় করে মুখোমুখি অবস্থান নেন। ছোড়াছুড়ি হয় ঢিল ও লাঠি। তবে এতে কেউ গুরুতর আহত হয়েছে, এমন খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করার কথা শোনা যায়। পরে এ বিষয়ে আমি নিজে দুই মেম্বারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধান হয়ে গেছে। নৌকায় থাকা অধিকাংশের কাছে বাঁশের লাঠি দেখা গেলেও তা বড় সংঘর্ষে রূপ নেয়নি। মারামারির কথা গুজব। এ ছাড়া সেখানে হতাহতের কোনো খবর আমরা পাইনি। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে বিষয়টা আগামী মঙ্গলবার মীমাংসা করার কথা রয়েছে।’
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনার কথা আমরাও শুনেছিলাম। আমার ফোর্স পাঠিয়েছিলাম সেখানে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আমি চেয়ারম্যান ও দুই ওয়ার্ডের মেম্বারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধান হয়ে গেছে।’
‘এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হচ্ছে’, যোগ করেন ওসি।