ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা, মৃত্যু ৩, আক্রান্ত ১০৩

ব্রাহ্মণবাড়িয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েক দিনে হু হু করেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় জেলায় ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৯ জন।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় জেলা সদরে ২৬ জন, কসবায় ৩১ জন, সরাইলে আটজন, আখাউড়ায় আটজন, আশুগঞ্জে ১৭ জন, বিজয়নগরে একজন, নবীনগরে ছয়জন ও বাঞ্ছারামপুরে ছয়জন। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। এ ছাড়াও নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার একজন, নবীনগরের একজন ও সরাইলের একজন। জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে চার হাজার ৫৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দুইজনসহ এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে তিন হাজার ৮২৭ জন রোগী।
সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিধিনিষেধ চলমান রয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা কোয়ারেন্টিন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৯ জন।