ভবন নির্মাণের মাধ্যমে মামলার জট কমে আসবে : আইনমন্ত্রী

বিচারপতিদের জন্য কাকরাইলে বহুতল ভবন নির্মাণ হওয়ায় মামলার জট কমে আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২ তলা ভবন ‘বিজয়-৭১’র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভবনের উদ্বোধন করেন।
‘বিজয় ৭১ নামে এ আধুনিক ভবনে সব সুযোগ-সুবিধা ব্যবস্থা রয়েছে’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিচারক ও বিচারব্যবস্থার জন্য সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।’
মন্ত্রী বলেন, ‘বিচারপতিদের জন্য কাকরাইলে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে বিচারাঙ্গনে কর্ম চাঞ্চল্যতা ও মামলার জট কমে আসবে।’
আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সার্ভার পদ্ধতিতে শুরু হয়েছে। এতে করে মানুষের হয়রানি কমেছে।’
আনিসুল হক বলেন, ‘করোনাকালীন আইনজীবীদের জন্য প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করে বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
অন্যান্যের মধ্যে আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনসহ হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সিনিয়র আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।