ভর্তির পরের দিন পাবনা মানসিক হাসপাতালে রোগীর আত্মহত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/22/pabna_mental_hospita.jpg)
পাবনা মানসিক হাসপাতালে ভর্তির পরের দিন শাহনাজ বেগম (৩৩) নামের এক মানসিক রোগী আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে হাসপতালের ১৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বেগম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিয়ার স্ত্রী।
পাবনা মানসিক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর শাহনাজ বেগম মানসিক রোগ নিয়ে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের জেনারেল বেডে ভর্তি হয়। ভর্তির পরের দিন আজ সোমবার ভোরে তিনি তাঁর শাড়ি গলায় পেঁচিয়ে ওয়ার্ডের ভেন্টিলেটরের শিকের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন।
হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার মো. আছাদুজ্জামান জানান, হাসপাতালের নার্সদের কাছ থেকে খবর পেরে পাবনা সদর থানা পুলিশকে জানানো হয়। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।