ভারতীয় মাছ ধরার ট্রলারসহ ১৬ জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় কাঠের মাছ ধরার ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে খুলনা কোস্ট গার্ড পশ্চিম জোন।
আজ বুধবার বিকেলে কোস্ট গার্ড খুলনার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ ‘অপরাজেয় বাংলা’ গভীর সমুদ্রে টহল দিচ্ছিল। এ সময় তারা দেখতে পায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় ট্রলার এফবি মঙ্গল চণ্ডী-৭ মাছ শিকার করছে। পরে ট্রলারটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাদের আটক করে।
ই-মেইলে বার্তায় আরো জানানা হয়, জব্দকৃত ট্রলার ও ১৬ জেলেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে জব্দকৃত মাছ মোংলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি অবৈধ প্রবেশ রোধে টহল জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওই ই-মেইল বার্তায় জানানো হয়।