ভারত থেকে পাইপলাইনে তেল এলে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত হবে : নসরুল হামিদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/10/jbaalaani-prtimntrii.jpg)
প্রথম আন্তঃসীমান্ত পাইপলাইনের মাধ্যমে তেল আসা শুরু হলে দেশে জ্বালানি এবং নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ শুক্রবার (১০ মার্চ) দুপুর ১২টায় পার্বতীপুরের রিসিভ ডিপো এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নসরুল হামিদ।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘পাইপলাইনে তেল আসা শুরু হলে দেশে জ্বালানি এবং নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে বিদ্যুতের লোডশেডিং কমে যাবে।’
নসরুল হামিদ আরও বলেন, ‘সেচ সুবিধা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে। এটি বর্তমান সরকারের একটি বড় অর্জন।’
এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব খায়রুজ্জামান, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ, জেলা প্রশাসক খালেদ মাহমুদ জাকি ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আন্তঃসীমান্ত তেল পাইপলাইনের উদ্বোধন করবেন।