জোড়া লাগা অবস্থায় জন্ম, আলাদা হয়ে ১৭ বছরে মনি-মুক্তা

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের ছোট্ট একটি ঘরে আজ উৎসবের আবহ। কারণ, দুই বোন মনি ও মুক্তার জন্মদিন। আজ শুক্রবার (২২ আগস্ট) তারা পা দিল ১৭ বছরে। তবে তাদের জন্মের গল্প কেবল আনন্দের নয়, এতে আছে সংগ্রাম, ভালোবাসা আর আশার অসাধারণ কাহিনি।
২০০৯ সালের ২২ আগস্ট পৃথিবীর আলো দেখে মনি-মুক্তা। তবে জন্মের সময় তারা ছিলেন পেটের সঙ্গে জোড়া লাগানো। বাবা জয়প্রকাশ পাল ও মা কৃষ্ণা রানী পালের জন্য সেই দিনটি ছিল যেমন আশীর্বাদ, তেমনি বড় শঙ্কারও। চিকিৎসকেরা জানিয়েছিলেন, এভাবে তাদের জীবন চলা কঠিন হবে।
এরপর ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের হাতে সম্পন্ন হয় একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার। দীর্ঘ কয়েক ঘণ্টার সফল সেই অপারেশনের মাধ্যমে পৃথক সত্তা পায় মনি ও মুক্তা। তখন থেকেই পরিবার প্রতিটি দিন পার করেছে প্রার্থনা ও ভালোবাসার আশ্রয়ে। আজ ১৭তম জন্মদিনে তারা কেক কেটে এবং ঘরে ধর্মীয় নাম সংকীর্তনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে।
বাবা জয়প্রকাশ পাল বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ও ডাক্তারদের অক্লান্ত প্রচেষ্টায় তারা আজ সুস্থভাবে বেড়ে উঠছে। এই দিনটি আমাদের পরিবারের জন্য অমূল্য।
মনি ও মুক্তা জানায়, আমরা পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন সুস্থ থেকে পড়াশোনা শেষ করতে পারি। আমাদের স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।
বর্তমানে তারা ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ছে। একসময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই দুই বোন আজ নতুন আলোয় বুনছে ভবিষ্যতের স্বপ্ন।