ভালুকায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের জঙ্গল থেকে হেনা আক্তার নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে।
নিহত গৃহবধূ হেনা আক্তার উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, গত শুক্রবার সকালে নিহত গৃহবধূর মেয়ে জামাইয়ের বাড়ির পাশের কুমাড়কাটা জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দুপুরে একই গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান হেনা। রাতে মেয়ের শাশুড়ি ও নাতিকে নিয়ে পাশের রুমে ঘুমাতে যান। ভোরের দিকে হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুজি শুরু করে। পরে বাড়ির পাশে জঙ্গলে গলা কাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) সিরাজুল ইসলাম জানান, হেনা আক্তার আট মাস আগে তার আগের স্বামীকে ত্যাগ করে ননদের স্বামী রফিকুল ইসলাম রবিকে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী হায়দার এবং সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও সিআইডি হত্যার মোটিভ অনুসন্ধানে তদন্ত করছে।