ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৬

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে বিদেশি অস্ত্র ও গুলিসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আসামিদের হাজির করে ঘটনার বিস্তারিত জানান।
এ সময় ডাকাতদের কাছ থেকে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ড, হ্যান্ডকাফসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান পুলিশ সুপার।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরীফ হাসানুল বান্না, মো. জাহিদ হোসেন (২৭), মো. রাশেদুল কারিগর, মো. সাব্বির হোসেন, শেখ হাফিজুর রহমান ও মো. ইকরামুল মোড়ল। এরা সবাই সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আন্তজেলা ডাকাতদলের সদস্য।
পুলিশ সুপার বলেন, গত ২৩ জুলাই যশোর-সাতক্ষীরা সড়কে পুলিশ পরিচয়ে আসামিরা এক গরু ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে তার কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করেন। এরপর ওই গরু ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় ওই ডাকাতদলের সর্দার শরীফ হাসানুল বান্না ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। পরে আজ ভোরে তাকে এক বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশের পোশাক, বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, হ্যান্ডকাফসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার জানান, আন্তজেলা ডাকাতদলের এই সদস্যরা এর আগে বেশকিছু ঘটনা ঘটিয়েছে। তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।